বিশ্বনাথ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-২ ( বিশ্বনাথ ওসমানীনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। .
.
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার- সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবী'র কাছে প্রতীকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে দুপুরে সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সারোয়ার আলমের হাতে মনোনয়ন পত্র জমা করেন লুনা। এসময় ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সাহার, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ওসমানীনগর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ও দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি ।.
.
মনোনয়ন পত্র জমা শেষে তাহসিনা রুশদির লুনা দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্য তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পরে মানুষ নির্বাচন পেয়ে আনন্দিত। এবার ধানের শীষ প্রতীকে উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। সবার সমর্থন ও সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, জনগণ ইলিয়াস আলী কে যেভাবে ভালোবাসে সেভাবে আমাকেও ভালোবাসে। মানুষের যে ভালবাসা পেয়েছি, ইনশাআল্লাহ আমি সে ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের উন্নয়নে কাজ করে যাবো। মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। .
.
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর জনপ্রিয়তায় অত্র জনপদে তাঁর শক্ত একটি অবস্থান তৈরি করেছে। ইলিয়াস আলী নিখোঁজের পর তাহসিনা রুশদির লুনা এই সংসদীয় আসনের নেতাকর্মীদের রাজনৈতিক অভিভাবক হিসেবে আগলে রাখেন। সাধারণ মানুষের এ ভালবাসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে তাহসিনা রুশদির লুনাকে ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান দাঁড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সারোয়ার আলমের হাতে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেছেন ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোঃ মুনতাসীর আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহীদ, গণ অধিকার পরিষদের জামান সিদ্দিকী, গণফোরামের এডভোকেট মুজিবুল হক।।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: